19 C
Kolkata
Saturday, December 3, 2022

গুটখার বিজ্ঞাপনে অক্ষয় কুমার! ধিক্কার ভক্তদের

Must read

ওয়েব নিউজ ডেস্ক : বলিউডের তিন সুপারস্টার একসঙ্গে প্রথমবারের মত কোনও বিজ্ঞাপন উপলক্ষে। বিমলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অজয় দেবগন যথেষ্ট ভালবাসা যেমন পেয়েছেন তেমন কৌতুকের শিকারও হয়েছেন। তার ঠিক পরেই শাহরুখ জুরেছিলেন এই বিজ্ঞাপনের সঙ্গে, আর এবার অক্ষয় কুমার – যিনি নিজেই ধূমপানের বিরুদ্ধে, স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের পক্ষে বিজ্ঞাপন দেন আজ তাকেই পান মশলার বিজ্ঞাপনে দেখার পরেই দর্শকমহলে ভিন্ন চিত্র। তাদের বেশিরভাগের বক্তব্য, হিরোগিরি ফু ফু করলেই যেমন হয় না তেমন পান মশলা চেবালেও হয়না।

অক্ষয় কুমার তাও আবার বিমল ইলাইচির বিজ্ঞাপনে? একথাও বিশ্বাসযোগ্য? প্রতিষ্ঠানের তরফ থেকে বিজ্ঞাপন ভাইরাল হতেই, যেন অনুরাগীদের অসন্তোষ ক্রমশই বাড়ছে। অজয় দেবগনের পর শাহরুখ খান , এরপর অক্ষয় কুমার! বেজায় চটেছেন দর্শকদের একাংশ।

অনুরাগীদের কেউ কেউ বলছেন, অক্ষয় মন ভেঙে দিল। আবার কেউ বললেন পয়সার কাছে বিকিয়ে গেলেন খিলাড়ি কুমার? আবার কারওর বক্তব্য, কোথা থেকে কোথায় এসে পড়লেন – যেন ভাবনার অতীত।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article