September 17, 2025

দাম্পত্যে ইতি! জন্মদিনেই স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন অভিনেত্রী সুস্মিতা

0

কানাঘুষো শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে সেটাই সত্যি হল। জন্মদিনেই প্রকাশ্যে আসল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা রায়ের (Susmita Roy) বিবাহবিচ্ছেদের (Divorce) কথা। সোশ্যাল মিডিয়ায় স্বামী সব্যসাচী চক্রবর্তীর (Sabyasachi Chakraborty) সঙ্গে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন তিনি।

a1-5

কানাঘুষো শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে সেটাই সত্যি হল। জন্মদিনেই প্রকাশ্যে আসল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা রায়ের (Susmita Roy) বিবাহবিচ্ছেদের (Divorce) কথা। সোশ্যাল মিডিয়ায় স্বামী সব্যসাচী চক্রবর্তীর (Sabyasachi Chakraborty) সঙ্গে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন তিনি।

এদিন সোশ্যাল মিডিয়ায় সুস্মিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিবাহবিচ্ছেদের খবর তুলে ধরেন সব্যসাচী। তিনি লেখেন, ‘ভালো থাক। বড় হ আরও। জন্মদিনে, আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভালো থাকিস। নতুন অধ্যায় ভালো হোক।’ এরপরই বিচ্ছেদের কথা জানিয়ে তিনি লেখেন, ‘আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দু’তরফে মিলল না, মন খারাপ দু’তরফেই। সেটা কাটিয়েই এগিয়ে যাওয়া হোক!’ সেই সঙ্গে তাঁদের বিচ্ছেদ নিয়ে কোনও চর্চা বা আলোচনা না করার অনুরোধও করেন সব্যসাচী। আর এই পোস্টটি যে উভয় পক্ষের সম্মতিক্রমেই, তাও জানিয়ে দেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *