September 17, 2025

মালিতে আল-কায়দা ঘনিষ্ঠ জঙ্গিদের হাতে পণবন্দি তিন ভারতীয়! উদ্বিগ্ন নয়াদিল্লি

0

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালির (Mali) একটি সিমেন্ট কারখানায় হামলা চালিয়ে তিন ভারতীয়কে পণবন্দি করল জঙ্গিরা (Indians Abducted)। আল-কায়দা (Al-Qaeda) ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন নয়াদিল্লি। বিদেশমন্ত্রক এই হামলার নিন্দা জানিয়ে মালি সরকারের কাছে দ্রুত ভারতীয় পণবন্দিদের মুক্তির জন্য উপযুক্ত পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

a1-26

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালির (Mali) একটি সিমেন্ট কারখানায় হামলা চালিয়ে তিন ভারতীয়কে পণবন্দি করল জঙ্গিরা (Indians Abducted)। আল-কায়দা (Al-Qaeda) ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন নয়াদিল্লি। বিদেশমন্ত্রক এই হামলার নিন্দা জানিয়ে মালি সরকারের কাছে দ্রুত ভারতীয় পণবন্দিদের মুক্তির জন্য উপযুক্ত পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

সূত্রের খবর, গত মঙ্গলবার পশ্চিম মালির কায়েস অঞ্চলের একটি সিমেন্ট কারখানায় আচমকাই হামলা চালায় বন্দুকধারী জঙ্গিরা। এরপর ওই কারখানায় কর্মরত তিন ভারতীয়কে পণবন্দি করে নিয়ে যায়। এই হামলার সঙ্গে আল-কায়দা ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠী জামাত নুসরত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (JNIM) জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। মালিতে একাধিক হামলা চালানোর অভিযোগ রয়েছে এই জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *