গরমে পানীয় জল মেলে না স্কুলে

কোচবিহার: নানাবিধ সমস্যায় ভুগছে শহরের রেলগুমটি এলাকার নীলকুঠি সিস্টার নিবেদিতা গার্লস হাইস্কুল। দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে পানীয় জলের সমস্যা রয়েছে। জলের ট্যাংক থাকলেও সেই জল একেবারেই পানের অযোগ্য। পানীয় জলের সুব্যবস্থা না থাকায় আপাতত কলের জল দিয়েই মিড-ডে মিলের রান্না হচ্ছে বিদ্যালয়ে। পান করবার জন্য পড়ুয়াদের জলও নিয়ে আসতে হচ্ছে বাড়ি থেকেই।