September 17, 2025

চ্যাংরাবান্ধা ট্রাক ট্রার্মিনাসে কাজ হারিয়ে অনশনে কর্মীরা! দ্রুত হস্তক্ষেপ প্রশাসনের

0

২০২২ সালে চ্যাংরাবান্ধা (Changrabandha) ট্রাক ট্রার্মিনাস পরিবহণ দপ্তরের আওতায় চলে যাওয়ার পর থেকে কাজ হারিয়ে সমস্যায় পড়েছেন সেখানকার স্থানীয়রা। কোনওরকমে দিন গুজরান করছেন তাঁরা। বর্তমানে বাইরের লোকেদের চ্যাংরাবান্ধা সুবিধা পোর্টাল ও পার্কিংয়ের কাজে নিযুক্ত করা হলেও তাঁদের কাজ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। তাঁদের বক্তব্য, ২০২২ সালে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, স্থলবন্দরে যে পার্কিং রয়েছে সেটি পরিবহণ দপ্তরের আওতায় এনে সেখানকার যেসব স্টাফ রয়েছেন, তাঁদের চুক্তিভিত্তিকভাবে নেওয়া হবে। তবে দীর্ঘদিন কেটে গেলেও তাঁদের নিয়োগ করা হয়নি। এনিয়ে বৃহস্পতিবার টার্মিনাসের গেটে অনশনে বসেন তাঁরা।

changrabandha

২০২২ সালে চ্যাংরাবান্ধা (Changrabandha) ট্রাক ট্রার্মিনাস পরিবহণ দপ্তরের আওতায় চলে যাওয়ার পর থেকে কাজ হারিয়ে সমস্যায় পড়েছেন সেখানকার স্থানীয়রা। কোনওরকমে দিন গুজরান করছেন তাঁরা। বর্তমানে বাইরের লোকেদের চ্যাংরাবান্ধা সুবিধা পোর্টাল ও পার্কিংয়ের কাজে নিযুক্ত করা হলেও তাঁদের কাজ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। তাঁদের বক্তব্য, ২০২২ সালে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, স্থলবন্দরে যে পার্কিং রয়েছে সেটি পরিবহণ দপ্তরের আওতায় এনে সেখানকার যেসব স্টাফ রয়েছেন, তাঁদের চুক্তিভিত্তিকভাবে নেওয়া হবে। তবে দীর্ঘদিন কেটে গেলেও তাঁদের নিয়োগ করা হয়নি। এনিয়ে বৃহস্পতিবার টার্মিনাসের গেটে অনশনে বসেন তাঁরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *