৭৭-এও প্লাস্টিক সার্জারি থেকে ফিলার! মুমতাজের মন্তব্যে তোলপাড় নেট দুনিয়া

শেফালি জারিওয়ালার অকাল মৃত্যুতে উঠেছে বহু প্রশ্ন। ৪২ এর এই অভিনেত্রী নিজের রূপ,যৌবন ধরে রাখতে প্রায় ৬ বছর ধরে অ্যান্টি এজিং ওষুধ খেতেন। করিনা কাপুর, মল্লিকা শেরাওয়াতের মতো নায়িকারা তীব্র বিরোধিতা করেছেন অ্যান্টি এজিং টিট্রমেন্ট নিয়ে। কিন্তু এতকিছুর পরও বয়স ধরে রাখার নানান কৃত্রিম পদ্ধতির পক্ষে সায় জানালেন বর্ষীয়ান অভিনেত্রী মুমতাজ (Mumtaz)। তাঁর মতে, বয়স ও যৌবন ধরে রাখতে বোটক্স এবং ফিলারের মতো টিট্রমেন্ট নেওয়া যেতেই পারে।\
বর্ষীয়ান অভিনেত্রী জানান, ‘নতুন প্রজন্মের নায়িকাদের মতোই নিজের ত্বকচর্চার জন্য ফিলার ব্যবহার করি। প্রয়োজনে প্লাস্টিক সার্জারি করতেও আপত্তি নেই। সুন্দর হওয়ার জন্যই তো এত কিছু! যদিও আমি ফেস লিফ্টার নয় বরং ফিলার ব্যবহার করি (Plastic Surgery)। এটা প্রায় দু’মাস চলে যায় আমার।’ এরই পাশাপাশি তিনি জানান, ‘আমি দুপুরের খাবারটুকু খাই। আমি সাধারণত রাতের খাবার খাই না। খিদে পেলে শুধু ফল খাই।’