বলিউডে ডেবিউ শানায়ার, ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে আবেগে চোখ ছলছল বাবা সঞ্জয়ের
বলিউডে ডেবিউ (Bollywood) হতে চলেছে অভিনেতা সঞ্জয় কাপুরের (Sanjay Kapoor) মেয়ে শানায়া কাপুরের (Shanaya Kapoor)। মঙ্গলবার মুম্বইয়ে ছিল তাঁর প্রথম ছবি ‘আঁখো কি গুস্তাখিয়া’-এর (Aankhon Ki Gustaakhiyan) ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন সঞ্জয় কাপুর ও তাঁর স্ত্রী মাহিপ কাপুরও। আর অনুষ্ঠানে মেয়ের বলিউডে অভিষেক সম্পর্কে কথা বলতে গিয়ে আবেগে চোখ ছলছল করে উঠল সঞ্জয়ের।

বলিউডে ডেবিউ (Bollywood) হতে চলেছে অভিনেতা সঞ্জয় কাপুরের (Sanjay Kapoor) মেয়ে শানায়া কাপুরের (Shanaya Kapoor)। মঙ্গলবার মুম্বইয়ে ছিল তাঁর প্রথম ছবি ‘আঁখো কি গুস্তাখিয়া’-এর (Aankhon Ki Gustaakhiyan) ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন সঞ্জয় কাপুর ও তাঁর স্ত্রী মাহিপ কাপুরও। আর অনুষ্ঠানে মেয়ের বলিউডে অভিষেক সম্পর্কে কথা বলতে গিয়ে আবেগে চোখ ছলছল করে উঠল সঞ্জয়ের।
আবেগপ্রবণ সেই মুহূর্তের সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে শানায়াকে নিয়ে কিছু বলার জন্য মঞ্চে ডাকা হয়েছিল সঞ্জয়কে। আর মঞ্চে উঠতেই নিজের চোখের আটকে রাখতে পারেননি তিনি। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই মুহুর্ত। মেয়ের বলিউডে অভিষেক সম্পর্কে নিয়ে অভিনেতা বলেন, ‘আমি গত ৩০ বছর ধরে কাজ করছি। কিন্তু কখনও এতটা নার্ভাস হইনি। আজ আমি খুব নার্ভাস। তাই নিজের চোখের জল আটকে রাখতে পারিনি।’