বধূ নির্যাতনের অভিযোগ, দুই পরিবারের বিবাদ-সংঘর্ষ, মৃত ১, জখম ৬
বধূ নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদ, সংঘর্ষ। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। জখম উভয় পরিবারের ৬ জন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙ্গা-১ (Mathabhanga) এর বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের দুয়াইসুয়াই এলাকায়। মৃতের নাম দেবেশ্বর বর্মন (৬২)। ঘটনায় জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বধূ নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদ, সংঘর্ষ। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। জখম উভয় পরিবারের ৬ জন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙ্গা-১ (Mathabhanga) এর বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের দুয়াইসুয়াই এলাকায়। মৃতের নাম দেবেশ্বর বর্মন (৬২)। ঘটনায় জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৈরাগীরহাটের কুক্তিকাটার বাসিন্দা অনাথ বর্মনের মেয়ে পূর্ণিমা বর্মনের সঙ্গে দুয়াইসুয়াই এলাকার বাসিন্দা দেবেশ্বর বর্মনের ছেলে তাপস বর্মনের ছয় বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই পূর্ণিমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হত বলে অভিযোগ ওঠে। এনিয়ে উভয় পরিবারের মধ্যে মনোমালিন্য ছিলই। এরই মধ্যে ঘটনা অন্যদিকে মোড় নেয়। সোমবার পূর্ণিমা বাবারবাড়ি যান এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে। বুধবার সন্ধ্যায় তিনি শ্বশুরবাড়ি ফিরে এলে তাঁকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। বাধ্য হয়ে প্রতিবেশী একজনের বাড়িতে ছিলেন তিনি।