September 17, 2025

গয়না-পোশাকে ছেলেকে সাজিয়ে চরম সিদ্ধান্ত মায়ের! একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার

0

নিজের ছোট ছেলেকে গয়না, পোশাকে সাজিয়ে চরম পরিণতির দিকে ঠেলে দিলেন মা! রাজস্থানের (Rajasthan) বাড়মেরে (Barmer) দুই ছেলে সহ দম্পতির দেহ উদ্ধার ঘিরে শোরগোল। মৃতরা হলেন, শিবলাল মেঘওয়াল (৩৫), তাঁর স্ত্রী কবিতা (৩২), তাঁদের ৮ ও ৬ বছরের দুই ছেলে। বুধবার জলাধারে চারজনেরই মৃতদেহ উদ্ধার হয়েছে। তাঁদের বাড়ি থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে।

rajasthan

নিজের ছোট ছেলেকে গয়না, পোশাকে সাজিয়ে চরম পরিণতির দিকে ঠেলে দিলেন মা! রাজস্থানের (Rajasthan) বাড়মেরে (Barmer) দুই ছেলে সহ দম্পতির দেহ উদ্ধার ঘিরে শোরগোল। মৃতরা হলেন, শিবলাল মেঘওয়াল (৩৫), তাঁর স্ত্রী কবিতা (৩২), তাঁদের ৮ ও ৬ বছরের দুই ছেলে। বুধবার জলাধারে চারজনেরই মৃতদেহ উদ্ধার হয়েছে। তাঁদের বাড়ি থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে।

মৃত্যুর আগে মঙ্গলবার সন্ধ্যায় ছোট ছেলে রামদেবকে সুন্দর করে সাজিয়েছিলেন কবিতা। সেই সময়ের একটি ছবি পুলিশের হাতে আসে। ছবিতে দেখা যায়, রামদেবকে মাথায় ওড়না, দু’চোখে কাজল পরিয়েছেন তাঁর মা। নিজের সমস্ত গয়না পরিয়েছেন ছেলেকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *